Monday, June 13, 2016

অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের আবেদনের প্রেক্ষিতে ও দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফলে কৃষি ফার্মে কর্মরত (ধান গবেষনা, কৃষি গবেষনা, বিএডিসি ফার্ম, পাট গবেষনা, ঈক্ষু গবেষনা ও রেশম বীজাগারে কর্মরত কৃষি শ্রমিক) কৃষি শ্রমিকদের বেতন বৃদ্ধির প্রজ্ঞাপন জারি হলো আজ।
1।(ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন)
নিয়মিত:500 টাকা (মাসে 500X30=15000 টাকা)
অনিয়মিত: 475(মাসে 475 X 30= 14250 টাকা)
২।(বিভাগীয় শহর এবং অন্যান্য সিটি কর্পোরেশন)
নিয়মিত:500 টাকা (মাসে 500X30=15000 টাকা)
অনিয়মিত: 450(মাসে 450X30=13500 টাকা)
3। জেলা ও উপজেলা এলাকা
নিয়মিত: 450 টাকা (মাসে 450X30=13500 টাকা)
অনিয়মিত: 400(মাসে 400 X 30= 12000 টাকা)
বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, মাননীয় প্রধান মন্ত্রী, মাননীয় কৃষি মন্ত্রী, মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জনাব রাশেদ খান মেনন ও কৃষি মন্ত্রণালয়ের সচীব মহোদয়ের নিকট কৃষি ফার্ম শ্রমিকদের পক্ষথেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।



Bangladesh Agricultural Farm Labour Federation (BAFLF) arranged series of linkage meeting on 2-4 June 2016. This meeting was held in Bakta Union Parishad, Balian Union Parishad and Deokhola Union Parishad, Fulbaria, Mymensingh. The chairman and members of the Union Parishad, local farmer including woman farmers & agri workers attended these sharing meetings on using echo friendly agro technologies to save our agriculture and the environment.