অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের আবেদনের প্রেক্ষিতে ও দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফলে কৃষি ফার্মে কর্মরত (ধান গবেষনা, কৃষি গবেষনা, বিএডিসি ফার্ম, পাট গবেষনা, ঈক্ষু গবেষনা ও রেশম বীজাগারে কর্মরত কৃষি শ্রমিক) কৃষি শ্রমিকদের বেতন বৃদ্ধির প্রজ্ঞাপন জারি হলো আজ।
1।(ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন)
নিয়মিত:500 টাকা (মাসে 500X30=15000 টাকা)
অনিয়মিত: 475(মাসে 475 X 30= 14250 টাকা)
২।(বিভাগীয় শহর এবং অন্যান্য সিটি কর্পোরেশন)
নিয়মিত:500 টাকা (মাসে 500X30=15000 টাকা)
অনিয়মিত: 450(মাসে 450X30=13500 টাকা)
3। জেলা ও উপজেলা এলাকা
নিয়মিত: 450 টাকা (মাসে 450X30=13500 টাকা)
অনিয়মিত: 400(মাসে 400 X 30= 12000 টাকা)
নিয়মিত:500 টাকা (মাসে 500X30=15000 টাকা)
অনিয়মিত: 475(মাসে 475 X 30= 14250 টাকা)
২।(বিভাগীয় শহর এবং অন্যান্য সিটি কর্পোরেশন)
নিয়মিত:500 টাকা (মাসে 500X30=15000 টাকা)
অনিয়মিত: 450(মাসে 450X30=13500 টাকা)
3। জেলা ও উপজেলা এলাকা
নিয়মিত: 450 টাকা (মাসে 450X30=13500 টাকা)
অনিয়মিত: 400(মাসে 400 X 30= 12000 টাকা)
বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, মাননীয় প্রধান মন্ত্রী, মাননীয় কৃষি মন্ত্রী, মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জনাব রাশেদ খান মেনন ও কৃষি মন্ত্রণালয়ের সচীব মহোদয়ের নিকট কৃষি ফার্ম শ্রমিকদের পক্ষথেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।