Friday, October 16, 2015

Yesterday, Bangladesh Agricultural Farm Labour Federation (BAFLF) and Jatiyo Krishani-Shamik Samiti (JKSS) [National Women Farmers-Workers Association] arranged to show the video- “Together, we can cool the planet”. Peasants, agricultural workers, represantative from farmars organization, women organization and students attand the video show and watched the video.

We have plan to arranged such type of show gradually our field area/ working area to make aware about the false solutions to climate chang like GMOs, the ‘green’ economy and ‘climate-smart’ agriculture.


Our aim is also to spread the massage- ‘the solution to the climate crisis is in the hands of small farmers, along with consumers who choose agroecological products from local markets”.







Thursday, October 15, 2015

BAFLF & JKSS observed 
International Rural Women’s Day -2015

Today Bangladesh Agricultural Farm Labour Federation (BAFLF) and National Women Farmers and Workers Association (JKSS) jointly observed International Rural Women’s Day. On this occasion BAFLF & JKSS arranged a rally and gathering in Gazipur, Dhaka. As members of APC, BAFLF & JKSS observed the day and took part the 16 days of Global action on rural women under the slogan “No Land, No Life!” led by Pesticide Action Network Asia Pacific (PAN AP) an associate member of APC.





Tuesday, May 19, 2015

http://viacampesina.org/en/index.php/actions-and-events-mainmenu-26/17-april--day-of-peasants-struggle-mainmenu-33/1799-farmers-and-agriculture-workers-in-bangladesh-continue-struggle-for-rights-to-land-and-food-sovereignty

Friday, May 1, 2015

BAFLF & JKSS observed International Workers’ Solidarity Day.
Bangladesh Agricultural Farm Labour Federation (BAFLF) and National Women Farmers-Workers Association (JKSS) have observed today historic May Day, also known as International Workers’ Solidarity Day to commemorate the sacrifices made to win their rights. 

BAFLF & JKSS have organized various programmes including colorful processions, rallies, discussion meeting. The agricultural workers of different trade union affiliated with BAFLF took part in these programmes.

Abdul Mazid, General Secretary of BAFLF said before inaugurating the rally, ‘we are struggling to ensure our rights. Though agricultural workers and peasants including rural workers contribute a lot in our economy, they are deprived of facilities, just wage, real price of their crops’. He urged the workers to forge workers greater unity and to join the fight for establishing their demands.

Rima Akter, General Secretary of JKSS, Golam Sorowor and Mamun Hossain of BAFLF and others farm workers leaders delivered their speech demanding permanent employment for irregular workers in BADC as well as improved retirement benefit, paid weekly holidays and maternity leave.   

A colourful rally was brought out from in front of Bangladesh Rice Research Institute around 9 am and ended at district commissioner office, Gazipur.

Please see the video link:






News Sender

Golam Sorowor,
Skype: gsorowor











Thursday, April 16, 2015

Farmers and agriculture workers in Bangladesh continue their struggle for their rights to land, proper land reform and food sovereignty


Today 17 April 2015, in memory of the massacre of 19 Brazilian landless peasants Bangladesh
Agricultural Farm Labour Federation (BAFLF), Bangladesh Sramajibi Kendra (BSK) and Jatiyo Krishani-Shamik Samiti (JKSS) jointly observed International Day of Peasant Farmer Struggles Against Transnational Companies and free trade agreements declared by Via Campesina April 17th.

This year we arranged several actions across the country including human chain, procession and rally demanding farmers’ right to land, actual land and agri-reform and food sovereignty focusing on the slogan:  

Globalize the struggle, globalize hope!
For People Food Sovereignty,

 Against Transnational Companies and FTAs!






Sunday, March 8, 2015

বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন ও জাতীয় কিষানী নারী শ্রমিক সমিতি উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত।

আজ ৮মার্চ ২০১৫, বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন ও জাতীয় কিষানী নারী শ্রমিক সমিতি যৌথভাবে আন্তর্জাতিক নারী দিবস পালন করেন। সকাল ১০ টায় গাজীপুরস্থ বিআরআরআই শ্রমিক সমিতির কার্যালয়ের সামনে নারী শ্রমিকরা সমেবেত হন। সংক্ষিপ্ত সমাবেশের পরে বিক্ষভ মিছিল বের করেন। দুপুর ১২ টার সময় সমিতির কার্যালয়ে নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন নূরজাহান বেগম। সভায় বক্তারা নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন ১৮৫৭ খ্রিস্টাব্দে মজুরিবৈষম্য, কর্মঘন্টা নির্দিষ্ট করা, কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়ার্কের রাস্তায় নেমেছিলেন সুতা কারখানার নারী শ্রমিকেরা।

১৯০৮ খ্রিস্টাব্দে নিউইয়ার্কের সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নারী সমাবেশে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হয়। এরপর ১৯১০ খ্রিস্টাব্দে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। এ সম্মেলনে ক্লারা প্রতি বৎসর ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন। সিদ্ধান্ত হয় ১৯১১ খ্রিস্টাব্দ থেকে নারীদের সম-অধিকার দিবস হিসেবে দিনটি পালিত হবে।এরই ধরাবাহিকতায় ১৯৭৭ খ্রিস্টাব্দে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় জাতিসংঘ।

বক্তারা আরো বলেন, বিশ্বের উন্নত দেশগুলো নারীদের সম্মানের চোখে দেখলেও আমাদের দেশের নারীরা আজও অবহেলিত। এই অবস্থাথেকে মুক্তি পেতে হলে নারীর সমস্যায় নারীদেরকেই এগিয়ে আসতে হবে। যদিও আমাদের দেশের প্রধানমন্ত্রী, সংসদের বিরোধী দলীয় নেত্রী, জাতীয় সংসদের স্পিকার নারী।

সভাপতির বক্তব্যে নূরজাহান বেগম বলেন, কৃষি ফার্ম শ্রমিকদের বর্তমান ৪ দফা দাবীর অন্যতম একটি দাবী হলো মাতৃত্বকালীন ছুটি বর্তমান ৩ মাস থেকে বৃদ্ধি করে ৬ মাস করা। এই ব্যাপারে প্রয়োজনে সকলে মিলে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।