Friday, July 3, 2020


পাটকলগুলোতে কর্মরত পাটকল শ্রমিকদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন এর পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচী পালিত।

২ জুলাই ২০২০, গাজীপুর:
সম্প্রতি, সরকার অব্যাহত লোকসানের কথা তুলে ধরে ২৫টি রাষ্ট্রায়াত্ত পাটকল বন্ধ করে প্রায় পঁচিশ হাজার স্থায়ী শ্রমিককে গোল্ডেন হ্যান্ডশেক কর্মসূচির মাধ্যমে অবসরে পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে। এর প্রতিবাদে এবং পাটকল শ্রমিকদের আন্দোলনের প্রতি একাত্বতা ঘোষনা করেছেন বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন; করোনাভাইরাস দুর্যোগের প্রেক্ষাপটে মানুষ যখন দিশেহারা, যখন বেসরকারি খাতে অনেকে চাকরি হারাচ্ছেন, তখন সরকার এটিকে সুযোগ হিসাবে নিয়েছেন। এই ধরনের সিদ্ধান্ত অন্যায্য ও অযৌক্তিক। কোনও অজুহাতেই সরকারি পাটকল বন্ধ না করে কলগুলোয় উন্নত প্রযুক্তির আধুনিক মেশিন সংযোজন করে পাটকল চালু রাখতে হবে। কর্মকর্তাদের দুর্নীতির দায় শ্রমিকরা নিতে পারে না। দুর্নীতি কমাতে পারলেই পাটকলগুলোকে আর লোকসানের ঘানি টানতে হবে না।