Monday, July 19, 2021

হাসেম ফুড কারখানায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলির মানসিক

বিপর্যয় এবং চরম অর্থনৈতিক দূরবস্থার সুযোগ নিচ্ছে সজীব গ্রুপ

- সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটি

সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটি অভিযোগ করেছে সরকারী বিভিন্ন সংস্থা কর্তৃক তদন্ত শেষ হওয়ার আগে এবং কোনও স্বাধীন পাবলিক তদন্ত অনুষ্ঠিত হওয়ার আগে ক্ষতিগ্রস্থ পরিবারগুলির মানসিক বিপর্যয় এবং চরম অর্থনৈতিক দূরবস্থার সুযোগ নিয়ে সজীব গ্রুপ তাদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দায়বদ্ধতা অস্বীকার করার জন্য ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারগুলোকে আরও আর্থিক দাবি বা ক্ষতিপূরণের অধিকার ছেড়ে দিতে বাধ্য করছে। সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটির বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ৮ জুলাই সজীব গ্রুপের কারখানায় অগ্নিকান্ডে নিহতদের পরিবার ভবিষ্যতে আর কোনও ধরণের ক্ষতিপূরণ বা সহায়তা চাইতে পারবে না সজীব গ্রুপ কর্তৃক নির্ধারিত এই শর্তে, ১০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ১৬ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত ২৪ জন নিহতের পরিবারকে ২ লক্ষ টাকার চেক প্রদান করছে। ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারগুলোর অভিযোগ, তাদেরকে শুধু স্বাক্ষর করতে বলছে। স্বাক্ষরকারীদের বেশিরভাগই স্ট্যাম্পে কি লেখা আছে তা পড়তে পারেনি এবং কাউকেই কোন অনুলিপি দেওয়া হয় নাই। যারা এই শর্তে স্বাক্ষর করতে রাজি হয় নাই তাদেরকে চেক প্রদান করা হয় নাই।

সজীব গ্রুপের আইন লঙ্ঘনের বিষয় তদন্তাধীন রয়েছে। এ ছাড়াও প্রতিষ্ঠানটির চেয়ারম্যানসহ উর্ধতন কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যাকান্ড সহ ফৌজদারি অভিযোগে মামলা হয়েছে এবং এই বিষয়ে পুলিশ তদন্ত করছে। সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটির আশঙ্কা, সজীব গ্রুপ তাদের অপরাধমূলক কর্মকন্ডের দায় থেকে বাচার জন্য এবং ক্ষতিগ্রস্থ শ্রমিকদের ন্যায় সঙ্গত ও যথার্থ ক্ষতিপূরণ প্রাপ্তি থেকে বঞ্চিত করার জন্য ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের দ্বারা স্বাক্ষরিত উক্ত স্ট্যাম্প একটি বৈধ আইনী দলিল হিসাবে উপস্থাপন করবে এবং আইনত বাধ্যতামূলক বলে এই পরিবারগুলি আরও ক্ষতিপূরণ দাবি করতে চাইলে তাদের বিরুদ্ধে মামলা করার হীন উদ্দেশ্য নিয়ে এই কাজ করছে।

সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটি, সজীব গ্রুপের এই প্রতারনা মূলক পদক্ষেপকে অনৈতিক ও অবৈধ বলে নিন্দা জানায়। সজীব গ্রুপের ফ্যাক্টরিতে কী ঘটেছিল, কেন ঘটেছিল এবং কোন অব্যাবস্থার কারনে শ্রমিকদের প্রানহানির ঘটনা ঘটল এ বিষয় সমন্বিত তদন্তের একটি অংশ হিসাবে ক্ষতিপূরণ নির্ধারণ করতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় এবং এই জন্য একটি স্বাধীন পাবলিক তদন্ত কমিটি গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটি দাবি করে স্বাধীন পাবলিক তদন্ত কমিটি ক্ষতিপূরণ নির্ধারণের ভিত্তি হিসাবে কর্মস্থলে আঘাতজনিত সুবিধা বিষয়ক আইএলও কনভেনশন ১২১ সহ আরো কয়েকটি ব্যবস্থার বিষয় উল্লেখ করবে। কোনও শ্রমিকের জীবন মূল্য ২ লক্ষ টাকা এটা সজীব গ্রুপ নির্ধারণ করতে পারে না।



Saturday, July 10, 2021

 10 July, 2021

Press Release

The Sajeeb Group Workers Justice Committee condemned the tragic death of workers due to hazardous and unsafe working conditions in Sajeeb Group factory.


Sajeeb Group Workers Justice Committee (SGWJC) has expressed deep concern and condemnation over the death of 52 workers, missing of more than 50 workers and injury of hundred more workers in the fire at the factory of Hashem Foods Ltd. under Sajeeb Group in Rupganj, Narayanganj. The Sajeeb Group Workers' Justice Committee, formed by representatives of trade unions in the agricultural and food processing industries in Bangladesh, says that the horrific fires occurred due to non-compliance with proper laws, health and safety regulations and the fires become terrible due to storing highly flammable materials and plastics in the Sajeeb Group factory. Survivors reported that more than 50 workers were killed since the roof gates of the factory were locked, the 3rd floor was locked keeping workers inside and there was no point to escape. SGWJC demanded that it is clear the Sajeeb Group authority have violated workers’ basic right to health and safety by maintaining a dangerous and unsafe working environment in the factory. The SGWJC said in their statement that Sajeeb Group, which failed to provide a safe working environment for the workers that led to the tragic deaths of workers, should be held responsible for killing and injuring the workers. In the interest of ensuring justice for the workers of Sajeeb Group, Sajeeb Group Workers Justice Committee made the following demands:

1. To investigate the violation of workers’ rights, including health and safety rights at the Hashim Foods factory as well all factories operated under Sajeeb Group and to take legal action against the culprits.

2. To provide proper medical treatment to the injured workers in the fire and to provide compensation to the injured and deceased workers’ families in accordance with ILO Convention 121.

 Names of Unions and Federations represented in the Sajeeb Group Workers Justice Committee:

1. Unilever Employees Union (Reg. No. B-1122)

2. Transcom Beverages Ltd. Sramik-Kormochri Union (Reg. No. D-2107)

3. Coca-Cola Employees Union (Reg. No. Mymon-47)

4. Nestle Employees Union (Reg. No. Dhaka-5270)

5. Parfetti Van Mele Bangladesh Pvt. Ltd. Employees Union (Reg. No. Dhaka-5360)

6. Jatio Kisani Sramik Samiti (Reg. No. S-13521)

7. Bangladesh Agricultural Farm Labour Federation (Reg. No. B-1759)

8. Bangladesh Sramajibi Kendra (Reg. No. Ba. Ja. Fe.-36)

 

Message sender

 

Golam Sorowor

Member Secretary

Sajeeb Group Workers Justice Committee