Monday, July 19, 2021

হাসেম ফুড কারখানায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলির মানসিক

বিপর্যয় এবং চরম অর্থনৈতিক দূরবস্থার সুযোগ নিচ্ছে সজীব গ্রুপ

- সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটি

সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটি অভিযোগ করেছে সরকারী বিভিন্ন সংস্থা কর্তৃক তদন্ত শেষ হওয়ার আগে এবং কোনও স্বাধীন পাবলিক তদন্ত অনুষ্ঠিত হওয়ার আগে ক্ষতিগ্রস্থ পরিবারগুলির মানসিক বিপর্যয় এবং চরম অর্থনৈতিক দূরবস্থার সুযোগ নিয়ে সজীব গ্রুপ তাদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দায়বদ্ধতা অস্বীকার করার জন্য ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারগুলোকে আরও আর্থিক দাবি বা ক্ষতিপূরণের অধিকার ছেড়ে দিতে বাধ্য করছে। সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটির বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ৮ জুলাই সজীব গ্রুপের কারখানায় অগ্নিকান্ডে নিহতদের পরিবার ভবিষ্যতে আর কোনও ধরণের ক্ষতিপূরণ বা সহায়তা চাইতে পারবে না সজীব গ্রুপ কর্তৃক নির্ধারিত এই শর্তে, ১০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ১৬ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত ২৪ জন নিহতের পরিবারকে ২ লক্ষ টাকার চেক প্রদান করছে। ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারগুলোর অভিযোগ, তাদেরকে শুধু স্বাক্ষর করতে বলছে। স্বাক্ষরকারীদের বেশিরভাগই স্ট্যাম্পে কি লেখা আছে তা পড়তে পারেনি এবং কাউকেই কোন অনুলিপি দেওয়া হয় নাই। যারা এই শর্তে স্বাক্ষর করতে রাজি হয় নাই তাদেরকে চেক প্রদান করা হয় নাই।

সজীব গ্রুপের আইন লঙ্ঘনের বিষয় তদন্তাধীন রয়েছে। এ ছাড়াও প্রতিষ্ঠানটির চেয়ারম্যানসহ উর্ধতন কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যাকান্ড সহ ফৌজদারি অভিযোগে মামলা হয়েছে এবং এই বিষয়ে পুলিশ তদন্ত করছে। সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটির আশঙ্কা, সজীব গ্রুপ তাদের অপরাধমূলক কর্মকন্ডের দায় থেকে বাচার জন্য এবং ক্ষতিগ্রস্থ শ্রমিকদের ন্যায় সঙ্গত ও যথার্থ ক্ষতিপূরণ প্রাপ্তি থেকে বঞ্চিত করার জন্য ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের দ্বারা স্বাক্ষরিত উক্ত স্ট্যাম্প একটি বৈধ আইনী দলিল হিসাবে উপস্থাপন করবে এবং আইনত বাধ্যতামূলক বলে এই পরিবারগুলি আরও ক্ষতিপূরণ দাবি করতে চাইলে তাদের বিরুদ্ধে মামলা করার হীন উদ্দেশ্য নিয়ে এই কাজ করছে।

সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটি, সজীব গ্রুপের এই প্রতারনা মূলক পদক্ষেপকে অনৈতিক ও অবৈধ বলে নিন্দা জানায়। সজীব গ্রুপের ফ্যাক্টরিতে কী ঘটেছিল, কেন ঘটেছিল এবং কোন অব্যাবস্থার কারনে শ্রমিকদের প্রানহানির ঘটনা ঘটল এ বিষয় সমন্বিত তদন্তের একটি অংশ হিসাবে ক্ষতিপূরণ নির্ধারণ করতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় এবং এই জন্য একটি স্বাধীন পাবলিক তদন্ত কমিটি গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটি দাবি করে স্বাধীন পাবলিক তদন্ত কমিটি ক্ষতিপূরণ নির্ধারণের ভিত্তি হিসাবে কর্মস্থলে আঘাতজনিত সুবিধা বিষয়ক আইএলও কনভেনশন ১২১ সহ আরো কয়েকটি ব্যবস্থার বিষয় উল্লেখ করবে। কোনও শ্রমিকের জীবন মূল্য ২ লক্ষ টাকা এটা সজীব গ্রুপ নির্ধারণ করতে পারে না।



No comments:

Post a Comment