নারায়নগঞ্জে সজীব গ্রুপের কারখানায় শ্রমিক অধিকার লঙ্ঘন, বিপদজনক কর্মপরিবেশ
এর বিষয় অধিকতর তদন্তসহ আইএলও রোডম্যাপ বাস্তবায়ন করতে হবে।
- সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটি
অদ্য ১৬ আগষ্ট ২০২১ তারিখ রোজ সোমবার, জাতীয় প্রেস ক্লাবে সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটি কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে নারায়নগঞ্জে সজীব গ্রুপের এর কারখানায় শ্রমিক অধিকার লঙ্ঘন, বিপদজনক কর্মপরিবেশ এর বিষয় অধিকতর তদন্তসহ আইএলও রোডম্যাপ বাস্তবায়ন করার দাবি জানানো হয়। সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটির আহŸায়ক আব্দুল মজিদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সদস্য সচিব গোলাম ছরোয়ার।
লিখিত বক্তব্যে সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটির পক্ষ থেকে সজীব গ্রুপের কারখানায় সংগঠিত অগ্নিকান্ডের ঘটনায় নারায়নগঞ্জ জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনকে স্বাগত জানিয়ে বলা হয় তদন্ত প্রতিবেদনে সজীব গ্রুপের কারখানায় কর্তৃপক্ষের আইন লঙ্ঘন, শিশু শ্রমিক নিয়োগ, অনিরাপদ কর্মসংস্থান, বিপদজনক কর্মপরিবেশ বজায় রাখাসহ কোম্পানীর ধারাবাহিক নানা অপরাধমূলক অনিয়ম ও অবহেলার কারণে এই শ্রমিক হত্যাকান্ড ঘটানোর বিষয়ে সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটির বক্তব্য নিশ্চিত করেছে ও প্রমাণিত হয়েছে। এই প্রতিবেদনের মাধ্যমে এটা পরিষ্কার সজীব গ্রুপের কারখানাটিতে কি ঘটেছিল। এখন সবার জানা দরকার কেন উক্ত কারখানায় শিশু শ্রমিক নিয়োজিত ছিল? কেন সেখানে অনিরাপদ কর্মসংস্থান ছিল? সরকারী দায়িত¦প্রাপ্ত কর্তৃপক্ষ কেন সজীব গ্রুপের কারখানায় নিরাপদ কর্মপরিবেশ ও শোভন কাজ নিশ্চিত করতে পারেনি? কেন সজীব গ্রুপ কর্তৃপক্ষ তাৎপর্যপূর্ণভাবে সরকারী বিভিন্ন সংস্থার নিয়ম কানুন, আইন ও বিধি বিধান লঙ্ঘন করেছে? কেন হাসেম ফুড র্কতৃপক্ষ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের অগ্নি নিরাপত্তা প্লান বাস্তবায়ন করে নাই?
সংবাদ সম্মেলনে, শ্রমিকের অধিকার এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে উপরোক্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উত্তর জানা দরকার উল্লেখ করে অধিকতর তদন্ত, নিখোঁজ শ্রমিকদের ব্যাপারে তদন্ত এবং ১০ জুন ২০২১ আর্ন্তজাতিক লেবার কনফারেন্সে সরকারের প্রতিশ্রুত আইএলও রোডম্যাপ বাস্তবায়নে ত্রিপক্ষীয় তদারকি কমিটি গঠনের দাবি করা হয়। নিহত ও আহত তথা ক্ষতিগ্রস্থ শ্রমিক ও তাদের পরিবারকে আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি হাসেম ফুডস এ কর্মরত সকল শ্রমিককে বকেয়া বেতন, বকেয়া ওভারটাইমসহ তাদের প্রতি মাসের বেতন পরিশোধ করার দাবি জানানো হয়। নিহত শ্রমিক পরিবারের কোন সদস্যকে সজীব গ্রিুপের অন্য ফ্যাক্টরিতে চাকরি দেওয়ার বিষয় নারায়নগঞ্জ জেলা প্রশাসন তদন্ত কমিটির সুপারিশ একটি ভালো সমাধান। তবে সজীব গ্রুপের অন্য কারখানায় নিহত শ্রমিকের পরিবারের সদসের কর্মসংস্থানের পূর্বে সজীব গ্রুপের সকল কারখানায় বিপদজনক কর্মপরিস্থিতি, শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, বাংলাদেশ শ্রমআইন এবং শ্রমিক অধিকার লঙ্ঘন ও তাদের অপরাধমূলক অবহেলার বিষয় স্বচ্ছ তদন্ত করার জন্য পুনরায় সরকারের কাছে দাবি জানানো হয়।
উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটির অন্তর্ভ‚ক্ত খাদ্য ও কৃষি শ্রমিকদের ৮টি ইউনিয়ন এর প্রতিনিধি এবং হাসেম ফুডস লিঃ এর অগ্নিকান্ডের ট্রাজেডিতে ভুক্তভোগী শ্রমিক, শ্রমিক পরিবারের সদস্যবৃন্দ।
No comments:
Post a Comment