গত ৮ অক্টোবর, ২০২২ তারিখ বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সারাদেশ থেকে বিএডিসি, ধান গবেষনা, কৃষি গবেষনা, ডেইরীফার্ম, রেশমবীজাগার, পাট গবেষনা, ইক্ষু গবেষনার খামারে কর্মরত কৃষি ফার্ম শ্রমিকরা অংশগ্রহণ করেন। সভায় ফেডারেশনের অর্ন্তভূক্ত ইউনিয়ন/ সমিতি সমূহের ২৫০ জন শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
BAFLF is a national trade union federation in agricultural sector, set up on 30th July, 1978. Since inception, this organization initiated struggle to protect and promote the rights and interest of small and marginal farmers, farm workers and waged agricultural workers. BAFLF takes an active stand on issues that affect agriculture, rural workers, peasants and women rights. It advocates for farmers’ control on seeds and technologies, promotes food sovereignty.
Tuesday, October 11, 2022
Sunday, August 28, 2022
Sunday, May 1, 2022
Thursday, April 28, 2022
শ্রমিকদের নিরাপদ কর্মক্ষেত্রের অধিকার বাস্তবায়নের জন্য লড়াই
চালিয়ে
যাওয়ার অঙ্গিকার সজীব গ্রুপ ওয়ার্কার্স
জাস্টিস কমিটির
বক্তারা আরো বলেন, নিরাপদ কর্মক্ষেত্র সকল শ্রমিকের একটি মৌলিক মানবাধিকার অধিকার। এই নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করার বাধ্যবাধকতা নিয়োগকর্তার। কর্মক্ষেত্রে নিয়োগকর্তারা সেই নিরাপত্তা প্রদানের জন্য তাদের বাধ্যবাধকতা পূরণ করে কি না এবং সে সমস্ত শিল্পে শ্রমিকদের জন্য কাজ করা নিরাপদ কি না তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কর্মক্ষেত্রে শ্রমিকদের জীবনহানি এবং ক্ষতিগ্রস্থ হওয়ার দায় সরকারও এড়াতে পারে না।
সমাবেশে বলা হয়, সজীব গ্রুপের কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারের যথাযথ ক্ষতিপূরণ প্রদান করা হয় নাই এবং কারখানাটি এখনও নিরাপদ না। তা সত্বেও সেখানে শ্রমিকদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে। হাসেম ফুডস এর ঘটনা একটি উদাহরন মাত্র। অভিযোগ রয়েছে অনেক কারখানায় ঝুঁকিপূর্ণ ও বিপদজ্জনক পরিবেশে শ্রমিকদেরকে দিয়ে এখনও কাজ করানো হচ্ছে।
মানববন্ধন থেকে শ্রমিকদের নিরাপদ কর্মক্ষেত্রের অধিকার বাস্তবায়নের জন্য লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করে দাবি জানানো হয় শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং হাসেম ফুডস কারখানায় শ্রমিক হত্যাকান্ডের ঘটনা পুনরাবৃত্তি রোধে ১০ জুন ২০২১ আন্তর্জাতিক লেবার কনফারেন্সে সরকারের প্রতিশ্রæত আইএলও রোডম্যাপ বাস্তবায়নে ত্রিপক্ষীয় তদারকি কমিটি গঠনের করা; যে কোন শিল্প কলকারখানায় নিহত ও আহত তথা ক্ষতিগ্রস্থ শ্রমিক ও তাদের পরিবারকে আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া এবং শ্রমিকের নিরাপদ কর্মপরিবেশ প্রদানে ব্যর্থ সজীব গ্রুপকে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যা এবং আহত করার দায়ে শাস্তির ব্যবস্থা করা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটি সদস্য সচিব গোলাম ছরোয়ার, পিভিএম এমপ্লইজ ইউনিয়ন এর সভাপতি কামরুল হাসান পলাশ, জাতীয় কিষাণী শ্রমিক সমিতির সভাপতি লিলা খানাম, নেসলে এমপ্লইজ ইউনিয়ন এর সভাপতি মোঃ আব্দুল মান্নান, কোকাকোলা এমপ্লইজ ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক মোঃ নূরে আলম, বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন এর সহ সাধারণ সম্পাদক মোঃ মামুন হোসেন এবং জাস্টিস কমিটির অন্তর্ভুক্ত ইউনিয়ন প্রতিনিধিবৃন্দ।
Wednesday, April 27, 2022
বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন এর ৭ম জাতীয় সম্মেলন আগামী ১৪ মে, ২০২২ তারিখ শনিবার
কৃষি খামার শ্রমিকদের স্থায়ী চাকরির অধিকার, জীবিকার জন্য ন্যায্য মজুরী, স্বাস্থ্য ও নিরাপত্তা, সহিংসতা ও বৈষম্য মুক্ত কর্মস্থল, জলবায়ুু কর্মোদ্যোগ এবং সামাজিক ও পরিবেশগতভাবে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার দাবিকে সামনে রেখে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন এর ৭ম জাতীয় সম্মেলন আগামী ১৪ মে, ২০২২ তারিখ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Sunday, April 17, 2022
Farmers and agriculture workers in Bangladesh continue their struggle for their rights to land, proper land reform and food sovereignty.
Bangladesh Agricultural Farm Labour Federation [BAFLF] and Jatiyo Kisani Shramik Samity [JKSS]have observed The International Day of Peasants Struggle to commemorate the massacre of landless farmers in Brazil. To mark the Day, BAFLF and JKSS organized a rally in Gazipur. Farmers, women peasant and agricultural workers took part at that gathering to raise their demands for comprehensive and actual Agrarian Reform to ensure peoples’ food sovereignty. After rally a discussion meeting was held.