Sunday, April 28, 2024

আন্তর্জাতিক শ্রমিক স্মৃতি দিবস-২০২৪ 

International Workers' Memorial Day-2024

অদ্য, ২৮ এপ্রিল, ‘আন্তর্জাতিক শ্রমিক স্মৃতি দিবস-২০২৪উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে আইইউএফ ফুড এন্ড বেভারেজ ওয়ার্কার্স কাউন্সিল-বাংলাদেশ. বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন জাতীয় কিষাণি শ্রমিক সমিতির যৌথ আয়োজনে ্যালি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিপদজ্জনক অনিরাপদ কর্মপরিবেশ বজায় রাখার কারনে কর্মক্ষেত্রে মর্মান্তিক ভাবে নিহত আহত জানা অজানা শ্রমিকদের স্মরনে ১মিনিট নিরবতা পালন করা হয়  এবং আইএলও কনভেনশন ১৫৫ স্বীকৃত স্বাস্থ্য নিরাপত্তার মৌলিক অধিকার নিশ্চিত করতে শ্রমিকদের সুরক্ষার জন্য সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

Today, April 28, to mark "International Workers' Memorial Day-2024”, IUF Food and Beverage Workers Council-Bangladesh, Bangladesh Agricultural Farm Labour Federation and National Women Farmers & Workers Association jointly organized workers’ rally & demonstration in front of the National Press Club, Dhaka. From the demonstration one minute’s silence was also observed in memory of the known unknown workers killed and injured at work. The rally called for comprehensive action to ensure workers’ fundamental right to health and safety guaranteed by ILO Convention 155 for the protection of workers that includes setting up tripartite monitoring committee, real risk management with active participation of workers representation, enacting ILO Convention 155 implementation law etc.










Tuesday, April 16, 2024

আন্তর্জাতিক কৃষক সংগ্রাম দিবস ২০২৪

১৯৯৬ সালে এলডোরাডো ডো কারাজ গণহত্যার স্মরণে এবং সামাজিক ন্যায়বিচার এবং মর্যাদার জন্য লড়াই সংগ্রামে অবিচল থাকা বিশ্বব্যাপী কৃষক কৃষি শ্রমিকদের প্রতিরোধ আন্দোলনকে সম্মান জানাতে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের ১৭ এপ্রিল আন্তর্জাতিক কৃষক সংগ্রাম দিবস পালন।

Today, on April 17, Bangladesh Agricultural Farm Labour Federation [BAFLF] mark the International Day of Peasant Struggles to commemorate the Eldorado do Carajás massacre in 1996 and to honour the resistance of peasants worldwide who persist in their struggle for social justice and dignity.