Sunday, April 16, 2023

On 17 April 2023, in memory of the massacre of 19 Brazilian landless peasants Bangladesh Agricultural Farm Labour Federation [BAFLF] and Jatiyo Kisani Shramik Samity [JKSS] observed International Day of Peasant’s Struggle on April 17th.

Speakers at the rally said, peasants, agriculture workers and small-scale farmers make up a significant portion of the global population and play a crucial role in feeding the world. Yet, they often face significant obstacles, such as landlessness, poverty, and exploitation. They work tirelessly to produce the food that sustains us all, yet their work often goes unrecognized and undervalued.

let us remember the importance of supporting the rights of peasants and small-scale farmers. Let us advocate for their access to land, water, and other natural resources, and for fair prices for their products. Let us support their efforts to build sustainable and just food systems that prioritize the well-being of people and the planet.

We would like to extend our gratitude to all the peasants, agriculture workers and small-scale farmers around the world who work tirelessly to feed us all. Your contributions are invaluable, and your struggles are not forgotten. Together, let us continue to work towards a more just and sustainable food system.

- Resist repression! Faced with global crises, we build food sovereignty to ensure a future for humanity! Viva Via Campesina







Tuesday, October 11, 2022

গত ৮ অক্টোবর, ২০২২ তারিখ বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সারাদেশ থেকে বিএডিসি, ধান গবেষনা, কৃষি গবেষনা, ডেইরীফার্ম, রেশমবীজাগার, পাট গবেষনা, ইক্ষু গবেষনার খামারে কর্মরত কৃষি ফার্ম শ্রমিকরা অংশগ্রহণ করেন। সভায় ফেডারেশনের অর্ন্তভূক্ত ইউনিয়ন/ সমিতি সমূহের ২৫০ জন শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 















Sunday, August 28, 2022

গত ২৭ আগষ্ট, ২০২২ তারিখ বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত রেশম বীজাগার শ্রমিক ইউনিয়ন সমূহের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ব্রি, রাজশাহীতে অনুষ্ঠিত হয়।


















Sunday, May 1, 2022

To mark the International Labour Day-2022. Bangladesh Agricultural Farm Labour Federation (BAFLF) observed International Labour Day demanding exploitation free society by upholding agriculture farm workers’ rights.



 

Thursday, April 28, 2022

শ্রমিকদের নিরাপদ কর্মক্ষেত্রের অধিকার বাস্তবায়নের জন্য লড়াই

চালিয়ে যাওয়ার অঙ্গিকার সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটির

 অদ্য, ২৮ এপ্রিল, ‘আন্তর্জাতিক শ্রমিক স্মৃতি দিবস-২০২২উপলক্ষে সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটি জাতীয় প্রেসক্লাবের সামনে ্যালী মানবন্ধনের আয়োজন করে। আইইউএফ এশিয়া/প্যাসিফিক ন্যাশনাল কোঅর্ডিনেটর নাসরিন সুলতানার সঞ্চালনায় এবং সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটির আহŸায়ক আব্দুল মজিদ এর সভাপতিত্বে মানববন্ধনে গত বছর জুলাই রূপগঞ্জের সজীব গ্রুপের কারখানায় বিপদজ্জনক অনিরাপদ কর্মপরিবেশ বজায় রাখার কারনে সংঘঠিত অগ্নিকান্ডের ঘটনায় শিশু শ্রমিক সহ মর্মান্তিক ভাবে নিহত আহত শ্রমিকদের স্মরণ করে বক্তারা বলেন, আন্তর্জাতিক শ্রমিক স্মৃতি দিবস শ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি অনিরাপদ কর্মক্ষেত্রে কাজের কারনে জীবনহানি, গুরুতর আঘাত এবং অসুস্থ হওয়া শ্রমিকদের কথা মনে করিয়ে দেয়। পাশাপাশি এই দিন শ্রমিকদের জীবন রক্ষার জন্য নিরাপদ কর্মক্ষেত্রের অধিকার প্রতিষ্ঠার লড়াই করার জন্য অনুপ্রেরনা যোগায়।

বক্তারা আরো বলেন, নিরাপদ কর্মক্ষেত্র সকল শ্রমিকের  একটি মৌলিক মানবাধিকার অধিকার। এই নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করার বাধ্যবাধকতা নিয়োগকর্তার। কর্মক্ষেত্রে নিয়োগকর্তারা সেই নিরাপত্তা প্রদানের জন্য তাদের বাধ্যবাধকতা পূরণ করে কি না এবং সে সমস্ত শিল্পে শ্রমিকদের জন্য কাজ করা নিরাপদ কি না তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কর্মক্ষেত্রে শ্রমিকদের জীবনহানি এবং ক্ষতিগ্রস্থ হওয়ার দায় সরকারও এড়াতে পারে না।

সমাবেশে বলা হয়, সজীব গ্রুপের কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় নিহত ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারের যথাযথ ক্ষতিপূরণ প্রদান করা হয় নাই এবং কারখানাটি এখনও নিরাপদ না। তা সত্বেও সেখানে শ্রমিকদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে। হাসেম ফুডস এর ঘটনা একটি উদাহরন মাত্র। অভিযোগ রয়েছে অনেক কারখানায় ঝুঁকিপূর্ণ বিপদজ্জনক পরিবেশে শ্রমিকদেরকে দিয়ে এখনও কাজ করানো হচ্ছে।

মানববন্ধন থেকে শ্রমিকদের নিরাপদ কর্মক্ষেত্রের অধিকার বাস্তবায়নের জন্য লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করে দাবি জানানো হয় শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং হাসেম ফুডস কারখানায় শ্রমিক হত্যাকান্ডের ঘটনা পুনরাবৃত্তি রোধে ১০ জুন ২০২১ আন্তর্জাতিক লেবার কনফারেন্সে সরকারের প্রতিশ্রæ আইএলও রোডম্যাপ বাস্তবায়নে ত্রিপক্ষীয় তদারকি কমিটি গঠনের করা; যে কোন শিল্প কলকারখানায় নিহত আহত তথা ক্ষতিগ্রস্থ শ্রমিক তাদের পরিবারকে আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া এবং শ্রমিকের নিরাপদ কর্মপরিবেশ প্রদানে ব্যর্থ সজীব গ্রুপকে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যা এবং আহত করার দায়ে শাস্তির ব্যবস্থা করা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটি সদস্য সচিব গোলাম ছরোয়ার, পিভিএম এমপ্লইজ ইউনিয়ন এর সভাপতি কামরুল হাসান পলাশ, জাতীয় কিষাণী শ্রমিক সমিতির সভাপতি লিলা খানাম, নেসলে এমপ্লইজ ইউনিয়ন এর সভাপতি মোঃ আব্দুল মান্নান, কোকাকোলা এমপ্লইজ ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক মোঃ নূরে আলম, বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন এর সহ সাধারণ সম্পাদক মোঃ মামুন হোসেন এবং জাস্টিস কমিটির অন্তর্ভুক্ত ইউনিয়ন প্রতিনিধিবৃন্দ।





Wednesday, April 27, 2022

বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন এর ৭ম জাতীয় সম্মেলন আগামী ১৪ মে, ২০২২ তারিখ শনিবার 

কৃষি খামার শ্রমিকদের স্থায়ী চাকরির অধিকার, জীবিকার জন্য ন্যায্য মজুরী, স্বাস্থ্য ও নিরাপত্তা, সহিংসতা ও বৈষম্য মুক্ত কর্মস্থল, জলবায়ুু কর্মোদ্যোগ এবং সামাজিক ও পরিবেশগতভাবে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার দাবিকে সামনে রেখে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন এর ৭ম জাতীয় সম্মেলন আগামী ১৪ মে, ২০২২ তারিখ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।



Sunday, April 17, 2022

Farmers and agriculture workers in Bangladesh continue their struggle for their rights to land, proper land reform and food sovereignty.

Bangladesh Agricultural Farm Labour Federation [BAFLF] and Jatiyo Kisani Shramik Samity [JKSS]have observed The International Day of Peasants Struggle to commemorate the massacre of landless farmers in Brazil. To mark the Day, BAFLF and JKSS organized a rally in Gazipur. Farmers, women peasant and agricultural workers took part at that gathering to raise their demands for comprehensive and actual Agrarian Reform to ensure peoples’ food sovereignty. After rally a discussion meeting was held.