কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০১৭’ অনুযায়ী বিএডিসিতে কর্মরত শ্রমিকদের নিয়মিতকরণের জন্য কৃষি মন্ত্রণালয়ের আদেশ অনতিবিলম্বে কার্যকর করাসহ ১৩ দফা বাস্তবায়নের দাবি।
অদ্য ১৩ ডিসেম্বর, ২০২৩ ইং তারিখ বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয়। ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আজিজুল হক লিখিত বক্তব্য পেশ করেন।
জনাব আজিজুল হক তার লিখিত বক্তব্যে বলেন কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রন নীতিমালা অনুযায়ী কৃষি ফার্ম শ্রমিকগণ তাদের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। কিন্তু কৃষি মন্ত্রণালয়ের অধিনস্থ গবেষণা প্রতিষ্ঠানগুলো এই নীতিমালা অনুসরণ করলেও অধিকাংশ ক্ষেত্রে বিএডিসি কর্তৃপক্ষ এই নীতিমালা মানছেন না। বিএডিসি কর্তৃপক্ষ ২০০২ সালের পর হতে অদ্যাবধি প্রায় ২১ বছর যাবৎ কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রন নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আসছে। বিএডিসি কর্তৃপক্ষ নীতিমালা লঙ্ঘন করে শ্রমিকদের অধিকার হরণ করছে, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। বিএডিসিতে চলছে অমানবিক শ্রমিক নির্যাতন। নীতিমালা অনুযায়ী কোন শ্রমিককে নিয়মিত না করায় গরীব ভূমিহীন বিত্তহীন কৃষি ফার্ম শ্রমিকগণ সরকার প্রদত্ত সকল সুযোগ সুবিধা হতে বঞ্চিত হয়ে মানবতর জীবন যাপনে বাধ্য হচ্ছে।
জনাব আজিজ অভিযোগ করে বলেন, বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের দাবির পরিপ্রেক্ষিতে সর্বশেষ গত ১৯ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কৃষি মন্ত্রণালয় একটি অফিস আদেশ জারি করে। উক্ত অফিস আদেশে বিএডিসিতে কর্মরত অনিয়মিত শ্রমিকদের। কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০১৭’ অনুযায়ী নিয়মিতকরণের জন্য এবং সকল শ্রমিকদের (নিয়মিত, অনিয়মিত ও মৌসুমী) মজুরি এবং ভাতাদি তাদের ব্যাক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদানের ব্যবস্থা গ্রহণপূর্বক মন্ত্রণালয়কে অবহিত করণের জন্য সুনির্দ্দিষ্ট করে বিএডিসি কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করলেও বিএডিসি কর্তৃপক্ষ শ্রমিক নিয়মিতকরণ ও ব্যাংক হিসাবের মাধ্যমে মজুরি পরিশোধের আদেশ বাস্তবায়ন করছে না।
সংবাদ সম্মেলন থেকে বিএডিসি শ্রমিকসহ সকল গবেষণা খামারে নিয়োজিত অনিয়মিত শ্রমিকদের ‘কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০১৭’ অনুযায়ী নিয়মিতকররণর জন্য কৃষি মন্ত্রণালয়ের আদেশ অনতিবিলম্বে বাস্তবায়ন করা, উচ্চ মূদ্রাস্ফীতি ও খাদ্য পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্যের বিষয় বিবেচনায় নিয়ে নিয়মিত শ্রমিকদের দৈনিক মজুরি ১০০০/- (এক হাজার) টাকা ও অনিয়মিত শ্রমিকদের দৈনিক মজুরী ৯৫০/- (নয়শত পঞ্চাশ) টাকা নির্ধারণ করা ও গ্রাচুইটি সুবিধা বৃদ্ধিসহ ১৩ দফা দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যর মধ্যে কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি মাহমুদুল হাসান মানিক, মোঃ সেলিম আহম্মেদ উজ্জল, মোঃ মাসুদ মুন্সি, মোহাম্মদ আলী, সহ সাধারন সম্পাদক মোঃ মামুন হোসেন সহ ফেডারেশনের অন্তর্ভ‚ক্ত শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment