অদ্য,
৫ নভেম্বর, ২০২৪ তারিখ রোজ মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা
ফরিদা আখতার মহোদয়ের সাথে সচিবালয়ে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিদেরে
একটি পূর্ব নির্ধারিত সভা অনুষ্ঠিত হয়। সভায় কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রানীসম্পদ
মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধিনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অনিয়মিত
শ্রমিকদের নিয়মিতকরণ, দৈনিক মজুরী বৃদ্ধিসহ ফেডারেশনের ১৩ দফা দাবির যৌক্তিকতা তুলে
ধরে এর বাস্তবায়নের জন্য উপদেষ্টা মহোদয়ের সহযোগিতার জন্য অনুরোধ করা হয়। মাননীয় উপদেষ্টা
মহোদয় তার মন্ত্রণালয়ের অধীনস্ত বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অনিয়মিত শ্রমিকদের তথ্য
সংগ্রহ করে নীতিমালা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
এছাড়াও, ফেডারেশনের অন্যান্য দাবিসমূহ বিশেষকরে বিএডিসির অনিয়মিত শ্রমিকদের ‘কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০১৭’অনুযায়ী নিয়মিতকররণ সংক্রান্ত কৃষি মন্ত্রণালয়ের আদেশ বাস্তবায়ন ও মজুরী বৃদ্ধির বিষয়ে মাননীয় কৃষি উপদেষ্টা মহোদয়ের সাথে খুব শীঘ্রই আলোচনা করবেন বলে ফেডারেশনের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।
উক্ত সভায় ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আজিজুল হক এবং সাধারণ সম্পাদক গোলাম ছরোয়ার সহ নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এম এ জলিল, মোঃ সেলিম আহম্মেদ উজ্জল, মোঃ মাসুদ মুন্সি, মোহাম্মাদ আলী, মোঃ ছামাদ মন্ডল, মোঃ আনারুল ইসলাম প্রমূখ।
No comments:
Post a Comment