Saturday, December 18, 2021

Bangladesh Agricultural Farm Labour Federation [BAFLF] demands social protection and to respect migrant workers’ rights.

18, December,2021

Today Bangladesh Agricultural Farm Labour Federation [BAFLF] organized a rally and discussion meeting to mark International Migrant workers Day in Gazipur. In the discussion meeting BAFLF general secretary Abdul Mazid said inequality is increasing day by day. There is a lot of wage discrimination between workers and officials. The success in agriculture in our country is due to hard work of agricultural workers. Without the efforts and involvement of agricultural farm workers only scientist cannot complete research.  Whenever our federation calls on protest you all will participate. We have to overcome many challenges ahead. We have to achieve our demands through movement.

BAFLF central committee member Azgar Ali said we have seen Rohingyas from neighboring country Myanmar took shelter in our country. Our government has provided shelter to them. A small river to come to Bangladesh from Myanmar. It can be easily crossed. They have crossed by small boats. Though we have a lot of problems here, our government is supporting Rohingyas and also working to help Rohingyas to return to their homeland with dignity. Our government has shown a lot of humanity towards the Rohingyas. We have a lot of problems here in our small country. It is difficult to provide permanent shelter to 12 to 15 lakh Rohingyas.

BAFLF assistant general secretary MD. Mamun said those of us who live in the city work in various factories, government institutions and state-owned farms are paid a fixed wage. But 80% of the people live in rural areas and most of them depend on agriculture for their livelihood. At present, due to climate change, it has become difficult to work in agriculture. Because agriculture is totally dependent on weather. As a result of global warming, sea levels are rising and the number of climate induced migrants is increasing. Farmers and agriculture workers are the most affected by climate change. Those responsible for climate change must take responsibility for those affected. So, we demand social protection and cash support for farmers and the people working in rural areas lost land, house and livelihood being affected by climate change.

There are millions of people in our country are also working as migrant workers in different countries of the world. Their remittances are keeping our country's economy afloat. They must be given dignity. In many destinations country migrant workers’ rights are violated. We will work to protect the rights of migrant workers.

Golam Sorowor, Finance Secratery of BAFLF said many Bangladeshi workers try to reach Europe by boat at different times. Some people may reach out. But most people drown in different seas. Going abroad with so much trouble sends money for us, for the state, for the family. But they do not get the same benefits as the citizens of the country in which they live. We think the rights of migrant workers are human rights. Bangladesh is bordered by India. There are many incidents of border killing in Bangladesh-India border. Most of them are Bangladeshi. We know about Felani, she was hanging on the border for 4 hours after his death. Border killings must be stopped. This issue should be resolved.










Monday, August 16, 2021

নারায়নগঞ্জে সজীব গ্রুপের কারখানায় শ্রমিক অধিকার লঙ্ঘন, বিপদজনক কর্মপরিবেশ 

এর বিষয় অধিকতর তদন্তসহ আইএলও রোডম্যাপ বাস্তবায়ন করতে হবে।

- সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটি

অদ্য ১৬ আগষ্ট ২০২১ তারিখ রোজ সোমবার, জাতীয় প্রেস ক্লাবে সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটি কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে নারায়নগঞ্জে সজীব গ্রুপের এর কারখানায় শ্রমিক অধিকার লঙ্ঘন, বিপদজনক কর্মপরিবেশ এর বিষয় অধিকতর তদন্তসহ আইএলও রোডম্যাপ বাস্তবায়ন করার দাবি জানানো হয়। সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটির আহŸায়ক আব্দুল মজিদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সদস্য সচিব গোলাম ছরোয়ার। 

লিখিত বক্তব্যে সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটির পক্ষ থেকে সজীব গ্রুপের কারখানায় সংগঠিত অগ্নিকান্ডের ঘটনায় নারায়নগঞ্জ জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনকে স্বাগত জানিয়ে বলা হয় তদন্ত প্রতিবেদনে সজীব গ্রুপের কারখানায় কর্তৃপক্ষের আইন লঙ্ঘন, শিশু শ্রমিক নিয়োগ, অনিরাপদ  কর্মসংস্থান, বিপদজনক কর্মপরিবেশ বজায় রাখাসহ কোম্পানীর ধারাবাহিক নানা অপরাধমূলক অনিয়ম ও অবহেলার কারণে এই শ্রমিক হত্যাকান্ড ঘটানোর বিষয়ে সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটির বক্তব্য নিশ্চিত করেছে ও প্রমাণিত হয়েছে। এই প্রতিবেদনের মাধ্যমে এটা পরিষ্কার সজীব গ্রুপের কারখানাটিতে কি ঘটেছিল। এখন সবার জানা দরকার কেন উক্ত কারখানায় শিশু শ্রমিক নিয়োজিত ছিল? কেন সেখানে অনিরাপদ কর্মসংস্থান ছিল? সরকারী দায়িত¦প্রাপ্ত কর্তৃপক্ষ কেন সজীব গ্রুপের কারখানায় নিরাপদ কর্মপরিবেশ ও শোভন কাজ নিশ্চিত করতে পারেনি? কেন সজীব গ্রুপ কর্তৃপক্ষ  তাৎপর্যপূর্ণভাবে সরকারী বিভিন্ন সংস্থার নিয়ম কানুন, আইন ও বিধি বিধান লঙ্ঘন করেছে? কেন হাসেম ফুড র্কতৃপক্ষ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের অগ্নি নিরাপত্তা প্লান বাস্তবায়ন করে নাই? 

সংবাদ সম্মেলনে, শ্রমিকের অধিকার এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে উপরোক্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উত্তর জানা দরকার উল্লেখ করে অধিকতর তদন্ত, নিখোঁজ শ্রমিকদের ব্যাপারে তদন্ত এবং ১০ জুন ২০২১ আর্ন্তজাতিক লেবার কনফারেন্সে সরকারের প্রতিশ্রুত আইএলও রোডম্যাপ বাস্তবায়নে ত্রিপক্ষীয় তদারকি কমিটি গঠনের দাবি করা হয়। নিহত ও আহত তথা ক্ষতিগ্রস্থ শ্রমিক ও তাদের পরিবারকে আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি হাসেম ফুডস এ কর্মরত সকল শ্রমিককে বকেয়া বেতন, বকেয়া ওভারটাইমসহ তাদের প্রতি মাসের বেতন পরিশোধ করার দাবি জানানো হয়। নিহত শ্রমিক পরিবারের কোন সদস্যকে সজীব গ্রিুপের অন্য ফ্যাক্টরিতে চাকরি দেওয়ার বিষয় নারায়নগঞ্জ জেলা প্রশাসন তদন্ত কমিটির সুপারিশ একটি ভালো সমাধান। তবে সজীব গ্রুপের অন্য কারখানায় নিহত শ্রমিকের পরিবারের সদসের কর্মসংস্থানের পূর্বে সজীব গ্রুপের সকল কারখানায় বিপদজনক কর্মপরিস্থিতি, শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, বাংলাদেশ শ্রমআইন এবং শ্রমিক অধিকার লঙ্ঘন ও তাদের অপরাধমূলক অবহেলার বিষয় স্বচ্ছ তদন্ত করার জন্য পুনরায় সরকারের কাছে দাবি জানানো হয়।  

উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটির অন্তর্ভ‚ক্ত খাদ্য ও কৃষি শ্রমিকদের ৮টি ইউনিয়ন এর প্রতিনিধি এবং হাসেম ফুডস লিঃ এর অগ্নিকান্ডের ট্রাজেডিতে ভুক্তভোগী শ্রমিক, শ্রমিক পরিবারের সদস্যবৃন্দ।






Monday, July 19, 2021

হাসেম ফুড কারখানায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলির মানসিক

বিপর্যয় এবং চরম অর্থনৈতিক দূরবস্থার সুযোগ নিচ্ছে সজীব গ্রুপ

- সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটি

সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটি অভিযোগ করেছে সরকারী বিভিন্ন সংস্থা কর্তৃক তদন্ত শেষ হওয়ার আগে এবং কোনও স্বাধীন পাবলিক তদন্ত অনুষ্ঠিত হওয়ার আগে ক্ষতিগ্রস্থ পরিবারগুলির মানসিক বিপর্যয় এবং চরম অর্থনৈতিক দূরবস্থার সুযোগ নিয়ে সজীব গ্রুপ তাদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দায়বদ্ধতা অস্বীকার করার জন্য ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারগুলোকে আরও আর্থিক দাবি বা ক্ষতিপূরণের অধিকার ছেড়ে দিতে বাধ্য করছে। সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটির বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ৮ জুলাই সজীব গ্রুপের কারখানায় অগ্নিকান্ডে নিহতদের পরিবার ভবিষ্যতে আর কোনও ধরণের ক্ষতিপূরণ বা সহায়তা চাইতে পারবে না সজীব গ্রুপ কর্তৃক নির্ধারিত এই শর্তে, ১০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ১৬ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত ২৪ জন নিহতের পরিবারকে ২ লক্ষ টাকার চেক প্রদান করছে। ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারগুলোর অভিযোগ, তাদেরকে শুধু স্বাক্ষর করতে বলছে। স্বাক্ষরকারীদের বেশিরভাগই স্ট্যাম্পে কি লেখা আছে তা পড়তে পারেনি এবং কাউকেই কোন অনুলিপি দেওয়া হয় নাই। যারা এই শর্তে স্বাক্ষর করতে রাজি হয় নাই তাদেরকে চেক প্রদান করা হয় নাই।

সজীব গ্রুপের আইন লঙ্ঘনের বিষয় তদন্তাধীন রয়েছে। এ ছাড়াও প্রতিষ্ঠানটির চেয়ারম্যানসহ উর্ধতন কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যাকান্ড সহ ফৌজদারি অভিযোগে মামলা হয়েছে এবং এই বিষয়ে পুলিশ তদন্ত করছে। সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটির আশঙ্কা, সজীব গ্রুপ তাদের অপরাধমূলক কর্মকন্ডের দায় থেকে বাচার জন্য এবং ক্ষতিগ্রস্থ শ্রমিকদের ন্যায় সঙ্গত ও যথার্থ ক্ষতিপূরণ প্রাপ্তি থেকে বঞ্চিত করার জন্য ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের দ্বারা স্বাক্ষরিত উক্ত স্ট্যাম্প একটি বৈধ আইনী দলিল হিসাবে উপস্থাপন করবে এবং আইনত বাধ্যতামূলক বলে এই পরিবারগুলি আরও ক্ষতিপূরণ দাবি করতে চাইলে তাদের বিরুদ্ধে মামলা করার হীন উদ্দেশ্য নিয়ে এই কাজ করছে।

সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটি, সজীব গ্রুপের এই প্রতারনা মূলক পদক্ষেপকে অনৈতিক ও অবৈধ বলে নিন্দা জানায়। সজীব গ্রুপের ফ্যাক্টরিতে কী ঘটেছিল, কেন ঘটেছিল এবং কোন অব্যাবস্থার কারনে শ্রমিকদের প্রানহানির ঘটনা ঘটল এ বিষয় সমন্বিত তদন্তের একটি অংশ হিসাবে ক্ষতিপূরণ নির্ধারণ করতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় এবং এই জন্য একটি স্বাধীন পাবলিক তদন্ত কমিটি গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সজীব গ্রুপ ওয়ার্কার্স জাস্টিস কমিটি দাবি করে স্বাধীন পাবলিক তদন্ত কমিটি ক্ষতিপূরণ নির্ধারণের ভিত্তি হিসাবে কর্মস্থলে আঘাতজনিত সুবিধা বিষয়ক আইএলও কনভেনশন ১২১ সহ আরো কয়েকটি ব্যবস্থার বিষয় উল্লেখ করবে। কোনও শ্রমিকের জীবন মূল্য ২ লক্ষ টাকা এটা সজীব গ্রুপ নির্ধারণ করতে পারে না।



Saturday, July 10, 2021

 10 July, 2021

Press Release

The Sajeeb Group Workers Justice Committee condemned the tragic death of workers due to hazardous and unsafe working conditions in Sajeeb Group factory.


Sajeeb Group Workers Justice Committee (SGWJC) has expressed deep concern and condemnation over the death of 52 workers, missing of more than 50 workers and injury of hundred more workers in the fire at the factory of Hashem Foods Ltd. under Sajeeb Group in Rupganj, Narayanganj. The Sajeeb Group Workers' Justice Committee, formed by representatives of trade unions in the agricultural and food processing industries in Bangladesh, says that the horrific fires occurred due to non-compliance with proper laws, health and safety regulations and the fires become terrible due to storing highly flammable materials and plastics in the Sajeeb Group factory. Survivors reported that more than 50 workers were killed since the roof gates of the factory were locked, the 3rd floor was locked keeping workers inside and there was no point to escape. SGWJC demanded that it is clear the Sajeeb Group authority have violated workers’ basic right to health and safety by maintaining a dangerous and unsafe working environment in the factory. The SGWJC said in their statement that Sajeeb Group, which failed to provide a safe working environment for the workers that led to the tragic deaths of workers, should be held responsible for killing and injuring the workers. In the interest of ensuring justice for the workers of Sajeeb Group, Sajeeb Group Workers Justice Committee made the following demands:

1. To investigate the violation of workers’ rights, including health and safety rights at the Hashim Foods factory as well all factories operated under Sajeeb Group and to take legal action against the culprits.

2. To provide proper medical treatment to the injured workers in the fire and to provide compensation to the injured and deceased workers’ families in accordance with ILO Convention 121.

 Names of Unions and Federations represented in the Sajeeb Group Workers Justice Committee:

1. Unilever Employees Union (Reg. No. B-1122)

2. Transcom Beverages Ltd. Sramik-Kormochri Union (Reg. No. D-2107)

3. Coca-Cola Employees Union (Reg. No. Mymon-47)

4. Nestle Employees Union (Reg. No. Dhaka-5270)

5. Parfetti Van Mele Bangladesh Pvt. Ltd. Employees Union (Reg. No. Dhaka-5360)

6. Jatio Kisani Sramik Samiti (Reg. No. S-13521)

7. Bangladesh Agricultural Farm Labour Federation (Reg. No. B-1759)

8. Bangladesh Sramajibi Kendra (Reg. No. Ba. Ja. Fe.-36)

 

Message sender

 

Golam Sorowor

Member Secretary

Sajeeb Group Workers Justice Committee